ঈদের পরদিন সকাল থেকে কুয়াকাটা পর্যটকের ঢল নেমেছে।সৈকতের শূন্য পয়েন্টের দুই দিকে তিন কিলোমিটার জুড়ে পর্যটক পরিপূর্ন হয়ে গেছে।মঙ্গলবার সকাল থেকে কুয়াকাটামুখি পর্যটকের ঢল নামে। আগতরা চৈত্রের তাপদাহ উপেক্ষা করে কুয়াকাটা সৈকত ভিড় জমায়্ হাজার হাজার পর্যটক সাগরের লোনা পানিতে গোসলে মত্ত হয়ে পড়েন।