নিজস্ব প্রতিনিধিঃ-কলাপাড়া উপজেলার বিভিন্ন স্ট্যান্ড পয়েন্ট পরিচালনার সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকাল ৪টা কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় । ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মুফতি মোঃ হাবিবুর রহমান হাওলাদার। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া পৌর শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এ কাউসার, শ্রমিক আন্দোলনের কর্মী মোঃ পারভেজ তালুকদার। সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ সভাপতি মোস্তাফিজুর রহমান । বক্তারা বলেন পৌর শহর বা ইউনিয়ন স্টচ্যান্ডপয়েন্টে পরিচালনা কমিটি কার ইশারায় চলে তা পরিষ্কার করতে হবে। পরিচালনা কমিটি ভেঙে দিয়ে নিরবিচ্ছিন্নভাবে হুণ্ডা, অটোরিকশা, অটোভ্যান চলাচল করতে দিতে হবে। এ সকল দাবি আগামী ২৪ ঘন্টার মধ্যে পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন নেতারা।