নিজস্ব প্রতিনিধিঃ- কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমানের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুর ১১.৩০মিনিটে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল ইসলাম সভাপতিত্ব এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির,বিদায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান, সদ্য যোগদান কৃত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার,পরিদর্শক জহির ও কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ জাহিদ তালুকদার । বক্তারা বিদায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমানের পেশাগত দায়িত্ব পালনের সময়কালীন অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং জীবনের সফলতা, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের প্রশংসা করেন। । বিদায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার কর্মজীবনে যেসব ভুলত্রুটি হয়েছে সেগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করেন। দেশের সেবায় নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করেছি, এই এলাকাবাসীর ভালোবাসা কখনও ভুলবো না ।
অনুষ্ঠানে থানার সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি ছিল আবেগঘন এবং স্মৃতিময়।
বিদায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমানকে থানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষাংশে এক অনানুষ্ঠানিক চা-চক্রের আয়োজনও করা হয়।
Thank you