হোম Uncategorized রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৫...

রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৫ শিক্ষককে জরিমানা

21
0

রাঙ্গাবালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দাখিল পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১১ জন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে।একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা পাঁচজন সহকারী শিক্ষককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব অনিয়ম শনাক্ত করে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, অসদুপায়ে সহযোগিতা ও দায়িত্ব অবহেলা করার অভিযোগে জরিমানা করা পাঁচ শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । এছাড়াও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও জানান, ব্যবস্থা নেওয়া শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন বাঁধা নেই। তাদের শুধু আজকের অনুষ্ঠিত গণিত বিষয়ের পরীক্ষার খাতা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

 

আপনার বাজেটের মধ্যে ওয়েবসাইট বানাতে চান? >> তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন- 01728117281
Web Design Services

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে